ভারতের অর্থনীতি থেকে আরও প্রশ্ন

Show Important Question


41) A man won Rs. 60,000 in a lottery. 35% of the money was taken by the Govt, as a tax. He actually receives / লটারিতেে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছে, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তিটি পাবেন —
A) Rs. 21,000/ 21,000 টাকা
B) Rs. 39,000/ 39,000 টাকা
C) Rs. 18,000/ 18,000 টাকা
D) Rs. 40,000/ 40,000 টাকা

42) In India the Repo rate is announced by / ভারতের রেপো হার ঘোষণা করেন —
A) the Ministry of Finance, Government of India/ ভারত সরকারের অর্থদপ্তর
B) the Prime Minister of India/ ভারতের প্রধানমন্ত্রী
C) the Reserve Bank of India/ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
D) the President of India/ ভারতের রাষ্ট্রপতি

43) The Planning Commission of India had introduced the decentralised planning in the country for the first time in India during — Five Year Plan. / ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনা কালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করেন ?
A) Sixth/ ষষ্ঠ
B) Seventh/ সপ্তম
C) Tenth/ দশম
D) None of the above/ উপরের কোনটিই নয়

44) India took Annual Plans from— / ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় —
A) 1969-1971/ 1969-1971
B) 1966-1969/ 1966-1969
C) 1968-1970/ 1968-1970
D) None of the above/ উপরের কোনোটিই নয়

45) During first five year Plan the national income was increased by - / প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল—
A) 5%/ 5%
B) 10%/ 10%
C) 18%/ 18%
D) None of the above/ উপরের কোনোটিই নয়

46) National Development Council was set up in : / ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় —
A) 1950/ 1950 সালে
B) 1951/ 1951 সালে
C) 1952/ 1952 সালে
D) 1954/ 1954 সালে

47) Which of the following taxes is within the jurisdiction of the Central Government ? / নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত ?
A) Corporation Tax/ কর্পোরেশন কর
B) Professional tax/ বৃত্তি কর
C) Land Revenue/ ভূমি রাজস্ব
D) Excise on alcoholic liquors/ মদের উপর অন্তঃশুল্ক

48) In which of the following plans did India experience two successive wars ? / কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ?
A) Second Five Year Plan/ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
B) Third Five Year Plan/ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
C) Fourth Five Year Plan/ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
D) Fifth Five Year Plan/ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

49) The first plan holiday in independent India covered the period / স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হল
A) 1965-67/ 1965 - 67
B) 1966-68/ 1966 - 68
C) 1966-69/ 1966 - 69
D) 1965-68/ 1965 - 68

50) The New Agricultural Strategy was introduced in India in the decade of - / ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল
A) 1950's/ 1950 এর দশক
B) 1960's/ 1960 এর দশক
C) 1970's/ 1970 এর দশক
D) None of the above/ উপরের কোনটিই নয়

51) An economy may be analytically classified into- / অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা হয় ?
A) Agriculture, Industry and transport/ কৃষি, শিল্প ও যাতায়াত ক্ষেত্র
B) Agriculture, Manufacturing and Services/ কৃষি, শিল্পোৎপাদন ও সেবা ক্ষেত্র
C) Primary, secondary and Tertiary Sectors/ প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র
D) Primary, Manufacturing and Transport Sectors/ প্রাথমিক, শিল্পোৎপাদন ও যাতায়াত ক্ষেত্র

52) The credit co-operative institution at the village level is called- / গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হল
A) Primary Agricultural Credit Society/ প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
B) Rural Agricultural Credit Society/ গ্রামীন কৃষি ঋণ সংস্থা
C) Agricultural Loan Soiciety/ কৃষি ঋণ সংস্থা
D) Rural Bank/ গ্রামীন ব্যাংক

53) Peasant farming means- / কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায়
A) The tenant cultivates the land/ বর্গাদার দ্বারা চাষ
B) The cultivator is the land owner/ চাষী নিজেই জমির মালিক
C) Cultivation is tone by hired labour/ ক্ষেতমুজর দ্বারা চাষ
D) None of the above/ উপরের কোনটিই নয়

54) NABARD is associated with / NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটির সাথে জড়িত
A) Industrial development/ শিল্পের উন্নয়ন
B) Urban development/ শহরের উন্নয়ন
C) Rural development/ গ্রামের উন্নয়ন
D) development of railways/ রেলের উন্নয়ন

55) If the rural landlord also supplies rural credit to the tenants, it is called / যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণদান করেন তবে তাকে বলে
A) Feudalism/ সামন্ততন্ত্র
B) Semi-feudalism/ আধা- সামন্ততন্ত্র
C) Capitalism/ পুঁজিবাদী
D) Capitalist farming/ পুঁজিবাদী আবাদ

56) Industrial credit is available from / শিল্পের জন্য ঋণ দান করে থাকে
A) IDBI/ IDBI
B) IFCI/ IFCI
C) SFCs/ SFC সমূহ
D) All of the above/ উপরের সবগুলিই

57) The Railway Budget of India is / ভারতের রেল বাজেট হল
A) part of the Union Budget/ কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ
B) a part of the State Budget/ রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ
C) Separate from the Union Budget/ কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা
D) None of the above/ উপরের কোনটিই নয়

58) How many private commercial banks were nationalised in 1969 ? / 1969 সালে কটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল ?
A) 12/ 12 টি
B) 13/ 13 টি
C) 14/ 14 টি
D) 15/ 15 টি

59) The monetary policy of India is framed by - / ভারতবর্ষে টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন
A) The Government of India/ ভারত সরকার
B) The Reserve Bank of India/ ভারতীয় রিজার্ভ ব্যাংক
C) The State Bank of India/ ভারতীয় স্টেট ব্যাংক
D) None of the above/ উপরের কোনোটিই নয়

60) The first five year plan in India was introduced in the year- / ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়
A) 1947/ 1947 সালে
B) 1950/ 1950 সালে
C) 1951/ 1951 সালে
D) 1955/ 1955 সালে